শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | BGBS: ‌‌আদানিদের তাজপুর নিয়ে আগ্রহ ছিল না:‌ মুখ্যমন্ত্রী

Rajat Bose | ২৪ নভেম্বর ২০২৩ ১০ : ৩৩Rajat Bose


রিনা ভট্টাচার্য:‌ সব দপ্তরের কাজে আরও গতি আনতে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে উদ্যোগী হতে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে অর্থ, পরিবহণ, পূর্ত–সহ সব গুরুত্বপূর্ণ দপ্তরের সচিবদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। 
বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, তাজপুর বন্দর প্রকল্পটির ব্যাপারে আদানি গোষ্ঠীর কাজের ধরন দেখে মনে হয়েছে, ওদের আগ্রহ ছিল না। যদিও আমরা ওদের আগ্রহপত্র দিয়েছিলাম। কথা ছিল, ওরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র আনবে। 
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যাঁরা বিনিয়োগ করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন, তাঁরা যাতে দ্রুত কাজ শুরু করতে পারেন তা দেখতে হবে বলে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। বৈঠকে তিনি বলেন, ‘‌সব দপ্তরকে আরও ভাল কাজ করতে হবে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আরও সাফল্য আনতে গেলে প্রত্যেককে তৎপরতার সঙ্গে কাজ করতে হবে।’‌ পরিবহণ দপ্তরের বিভিন্ন প্রকল্পকে দ্রুত বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যসচিবকে তাঁর নির্দেশ, এই দপ্তরের সচিব–সহ আধিকারিকদের নিয়ে পরিবহণ পরিকাঠামোকে কীভাবে আরও ভাল করা যায়, তা নিয়ে আলোচনা করতে হবে। যাত্রী–পরিবহণে আরও স্বাচ্ছন্দ্য আনতে চান মুখ্যমন্ত্রী। ভাড়া না বাড়িয়ে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে পরিবহণ পরিকাঠামো কী করে আরও ভাল করা যায়, সে বিষয়ে দ্রুত রূপরেখা পেতে চান মুখ্যমন্ত্রী।
পূর্ত দপ্তরের কাজেও আরও গতি আনতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের রাস্তাঘাট, সেতু থেকে শুরু করে শিল্প–উপযোগী পরিকাঠামো তৈরির বেশির ভাগ দায়িত্ব এই দপ্তরের কাঁধে। সদ্যসমাপ্ত সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এই দপ্তরের ভূমিকা আরও ইতিবাচক হওয়া প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন। কোনও সংস্থাকে কাজ দেওয়ার আগে এই দপ্তরকে তিনি আরও সতর্ক হতে নির্দেশ দিয়েছেন।
কারিগরি শিক্ষা দপ্তরকেও মুখ্যমন্ত্রী আরও ইতিবাচক হতে বলেছেন। ‘‌কথা কম, কাজ বেশি’‌ নীতিতে বিশ্বাস রাখতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্মেলনে যে সব চুক্তি হয়েছে এবং বিনিয়োগের যে প্রস্তাব এসেছে, প্রত্যেকটি প্রস্তাব যেন কার্যক্ষেত্রে রূপায়িত হয়, তা নিশ্চিত করতে হবে দপ্তরের সচিবদের।
জেলাশাসকদের কাজের ওপর যোগ্যতা বিচার হবে বলে তিনি মুখ্যসচিবকে জানিয়ে দেন। একাধিক প্রশাসনিক শীর্ষ আধিকারিকের উদ্দেশে তাঁর বার্তা, যাঁরা ভাল কাজ করবেন তাঁদের তিন–চারটি জেলার জেলাশাসকের দায়িত্ব দেওয়া হবে। যাঁরা ঠিকমতো কাজ করবেন না, তাঁদের বিভিন্ন দপ্তরে রেখে দেওয়া হবে। 
সদ্যসমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। ১৮৮টি চুক্তি হয়েছে। উল্লেখযোগ্য লগ্নি হয়েছে কৃষি, শিল্প, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, পর্যটন, স্বাস্থ্য, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি–সহ আরও নানা ক্ষেত্রে। এই সমস্ত লগ্নি কোনওভাবেই যাতে হাতছাড়া না হয়, সেদিকে সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রী সব দপ্তরকে দিয়েছেন। মুখ্যসচিবকে তিনি বলেন, যে সব ক্ষেত্রে লগ্নির পরিমাণ বেশি, সেই সব ক্ষেত্রের সঙ্গে যুক্ত দপ্তরগুলির কাজ যেন মুখ্যসচিব নিজেই পর্যালোচনা করে দেখেন। ১৫ দিন অন্তর এই পর্যালোচনা বৈঠক হওয়া দরকার। আগামী এক বছরের মধ্যে সব বিনিয়োগকারী যেন এ রাজ্যে কাজ শুরু করতে পারেন। তার জন্য সমস্তরকম ব্যবস্থা আগামী ৩ মাসের মধ্যে করে ফেলতে হবে।‌‌‌




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

চিকিৎসকদের বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, শুনবেন তাঁদের মনের কথা...

শীত-সন্ধ্যায় কলকাতায় ফের ভয়াবহ আগুন, জোকার খালপোলে ভস্মীভূত একের পর এক ঝুপড়ি...

পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে বড় উদ্যোগ নিল কলকাতা পুরসভা...

শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা, নিরাপত্তায় মুড়ছে মেলা প্রাঙ্গন, কী কী পদক্ষেপ নিচ্ছে রেল...

মার্চে লন্ডন যেতে পারেন মমতা

অধ্যাপনার পাশাপাশি লিখেছিলেন বই, পালন করেছেন বিধায়কের দায়িত্বও, প্রয়াত জীবন মুখোপাধ্যায়...

বিধাননগর মেলার শেষ দিন, গান গেয়ে মঞ্চ মাতালেন মন্ত্রী বাবুল সুপ্রিয়...

সাতসকালে ভূমিকম্প কলকাতায়, জোরাল কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ...

বেঙ্গালুরুর পর এইচএমপিভির থাবা কলকাতায়, আক্রান্ত ছ’ মাসের শিশু...

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের...

ডেটিং অ্যাপে মহিলা সেজে প্রতারণা! ব্ল্যাকমেল করে টাকা হাতানোর অভিযোগ, রাজারহাট পুলিশের হাতে গ্রেপ্তার যুবক...

রবিবার থেকেই আবহাওয়ায় বিরাট বদল, জানুন হাওয়া অফিস কী বলছে...

যুবকের রহস্যমৃত্যু, শনিবার সকালে চাঞ্চল্য ছড়াল খাস কলকাতায়...



সোশ্যাল মিডিয়া



11 23